25/09/2020

বাংলাকে আমফানে অর্থ দিয়ে সাহায্য করতে চান ? জেনে নিন A/C এর তথ্য

বাংলাকে আমফানে অর্থ দিয়ে সাহায্য করতে চান ? জেনে নিন A/C এর তথ্য

ঘূর্ণিঝড় আমফানে বিধ্বস্ত পশ্চিমবঙ্গে নিরাশ্রয় ও নিরন্ন দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য রাজ্যবাসীর উদ্দেশে আবেদন জানিয়েছে প্রশাসন।
donation in bengal for amphan cyclone
আমফানের তাণ্ডবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। ভিটেছাড়া হয়েছেন কয়েক কোটি মানুষ। নষ্ট হয়েছে খেতের ফসল, মাটি হারিয়েছে উর্বরতা, ধ্বংস হয়েছে একরের পর একর জুড়ে থাকা মাছের ভেড়ি। বেশি ক্ষতি হয়েছে ২৪ পরগনায় ।


ঝঞ্ঝাবিধ্বস্ত দক্ষিণবঙ্গের মানুষের পাশে দাঁড়াতে রাজ্য সরকারের ত্রাণ তহবিলে অর্থদানের আবেদন জানিয়ে টুইট করলেন তৃণমূলের রাজ্য সভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। নিজের টুইটার হ্যান্ডেলে রাজ্য সরকারের ত্রাণ তহবিলে দানের আর্জি জানিয়ে তিনি সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরও শেয়ার করেছেন।

গত ২৪ মে টুইটারে সাংসদ জানান, ‘বাংলার ৬ কোটি মানুষ প্রত্যক্ষ ভাবে আমফানের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আপনি তাঁদের সাহায্য করতে পারেন। প্রতিটি টাকা মূল্যবান।