20/09/2020

অবশেষে চালু হল কলকাতার বিমান পরিষেবা , প্রথম প্লেন উড়ে গেল গুয়াহাটিতে

অবশেষে চালু হল কলকাতার বিমান পরিষেবা , প্রথম প্লেন উড়ে গেল গুয়াহাটিতে

লকডাউনের শুরু থেকেই যবে থেকে বিমান পরিষেবা বন্ধ হয়েছে, তারপর এই ফের খুলল দমদম এয়ারপোর্ট। সারা দেশে সোমবার বিমান চলাচল শুরু হলেও সাইক্লোন আমফানে বিধ্বস্ত বাংলা একটু সময় চেয়ে নিয়েছিল কেন্দ্রীয় সরকারের থেকে।

dumdum Kolkata airport image
সেই অনুযায়ী আজ সকাল থেকে শুরু হল পরিষেবা। এদিন দিল্লি থেকে একটি ফ্লাইট আসে কলকাতায়। অন্যদিকে গুয়াহাটিতে উড়ে যান অনেক যাত্রী কলকাতা থেকে। বাগডোগরাতেও এদিন বিমান পরিষেবা শুরু হবে।

প্রাথমিক ভাবে কলকাতায় ছোটো করে শুরু হচ্ছে পরিষেবা। সারা দিনে ১০টি ফ্লাইট আসবে ও ১০ টি ফ্লাইট যাবে। ধীরে ধীরে ফ্লাইটের সংখ্যা বাড়বে।

কলকাতা এয়ারপোর্ট জানায় যে ১২২জন এসেছেন দিল্লি থেকে। অন্যদিকে ৪০ জন গেলেন অসমে। সরকারি নিয়ম অনুযায়ী, এই ১২২ জন কেই ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। অন্যদিকে অসমে যারা গেলেন, তাদের জন্যেও একই নিয়ম খাটবে।