29/09/2020

ই-গ্রাম স্বরাজ অ্যাপ সম্পর্কে কিছু তথ্য ও ডাউনলোড লিংক

ই-গ্রাম স্বরাজ অ্যাপ সম্পর্কে কিছু তথ্য ও ডাউনলোড লিংক

জাতীয় পঞ্চায়েত দিবস উপলক্ষে দেশের সরপঞ্চদের সঙ্গে শুক্রবার ভিডিয়ো কনফারেন্স করলেন প্রধানমন্ত্রী মোদী।

পঞ্চায়েতগুলির কাজের দক্ষতা আরও বাড়াতে এদিন ২টি অ্যাপেরও উদ্বোধন করলেন মোদী। একটি ‘ই-গ্রাম স্বরাজ অ্যাপ ‘।
e gram swaraj portal app
ই-গ্রাম স্বরাজ অ্যাপ
✓ দেশের গ্রামীণ জনতার জন্য এটি একটি এক জানালা অ্যাপ।
✓ পঞ্চায়েতগুলির যাবতীয় তথ্য এই অ্যাপে থাকবে।
✓ গ্রামের যাবতীয় উন্নয়নের তথ্য থাকবে এই অ্যাপে।
✓ এই অ্যাপের মাধ্যমে পঞ্চায়েতগুলির কাজের দক্ষতা আরও বাড়বে।
✓ মোদী বলেন, “পঞ্চায়েতি ব্যবস্থা মজবুত হলে গণতন্ত্র মজবুত হয়। তাহলেই সবাই উন্নয়নের সুবিধা পাবে। স্বাবলম্বী পঞ্চায়েত স্বাবলম্বী দেশ গড়বে।”

e gram swaraj portal app Download Link