26/09/2020

স্কুল খোলার নিয়ে এখনও কোনও নির্দেশ দেওয়া হয়নি, জানাল স্বরাষ্ট্র মন্ত্রক

স্কুল খোলার নিয়ে এখনও কোনও নির্দেশ দেওয়া হয়নি, জানাল স্বরাষ্ট্র মন্ত্রক

লকডাউনে বন্ধ স্কুল-কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে নতুন কোনও নির্দেশিকা প্রকাশ করেনি কেন্দ্রীয় সরকার। এই সম্পর্কে ভুয়ো খবর প্রচার করছে সংবাদ মাধ্যমের একাংশ। মঙ্গলবার রাতে এমনই অভিযোগ জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

আগামী জুন মাসে সব রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান চালু করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। গতকাল এমনই খবর প্রকাশিত হয়েছে একাধিক সংবাদ মাধ্যমে। তার জেরে রাতে মন্ত্রকের তরফে পালটা টুইট করা হয়।

টুইটারে মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, ‘এমন কোনও সিদ্ধান্ত মন্ত্রকের তরফে নেওয়া হয়নি। এখনও দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার উপরে নিষেধাজ্ঞা বহাল রয়েছে।’

করোনাভাইরাস সংক্রমণের জেরে দেশব্যাপী লকডাউন আরোপ করার পরে গত মার্চ মাস থেকেই বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি।

গত ৩ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চতুর্থ বার লকডাউন সম্প্রসারণ করার পরে শিক্ষা প্রতিষ্ঠানগুলি ৩১ মে-র মধ্যে খোলার বিষয়টিও বিলম্বিত হয়েছে। এখনও পর্যন্ত এই সম্পর্কে কোনও নির্দেশ জারি করেনি কেন্দ্রীয় প্রশাসন।