29/09/2020

আপাতত হচ্ছে না টিভিতে নবম থেকে দ্বাদশের ক্লাস, জানালেন পার্থ চট্টোপাধ্যায়

আপাতত হচ্ছে না টিভিতে নবম থেকে দ্বাদশের ক্লাস, জানালেন পার্থ চট্টোপাধ্যায়

দূরদর্শনের ডিডি বাংলা চ্যানেলের মাধ্যমে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ক্লাস নেওয়ার সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখল রাজ্যের শিক্ষা দফতর।

শনিবার এমনই জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের বাংলার শিক্ষা পোর্টালের(banglarshiksha.gov.in) মাধ্যমে ক্লাস নেওয়ার যে সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল তা অপরিবর্তিত থাকবে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন।

শনিবার শিক্ষামন্ত্রী জানান, অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে সামঞ্জস্যের সমস্যার কারণে দূরদর্শনের মাধ্যমে ভার্চুয়াল ক্লাসের ভাবনা আপাতত স্থগিত রাখতে বাধ্য হয়েছে রাজ্য শিক্ষা দফতর। তবে বাংলার শিক্ষা পোর্টাল বা অন্য যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার কোনও নড়চড় হবে না।
বাংলার শিক্ষা পোর্টালে (banglarshiksha.gov.in) থাকবে অ্যাক্টিভিটি টাস্ক। প্রথম সামেটিভ পরীক্ষার পাঠ্যসূচি থেকেই প্রতিটি বিষয়ে সেই টাস্ক দেওয়া হবে। এটা বাংলার শিক্ষা পোর্টালে ৬ এপ্রিল থেকে পর্যায়ক্রমে পাওয়া যাবে। আগামী ১৪ এপ্রিলের মধ্যে তা শেষ করে স্কুল খুললে শিক্ষকদের হাতে দিতে হবে।

Leave a Reply