20/09/2020

মহারাষ্ট্রে রেল দুর্ঘটনায় প্রাণহানিতে দুঃখ প্রকাশ করলেন :মোদী

মহারাষ্ট্রে রেল দুর্ঘটনায় প্রাণহানিতে দুঃখ প্রকাশ করলেন :মোদী

মহারাষ্ট্রের রেল দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি সবরকম প্রয়োজনীয় সাহায্যের আশ্বাসও দিয়েছেন ।

শুক্রবার সকালে একটি টুইটবার্তায় মোদী বলেন, ‘মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে রেল দুর্ঘটনায় প্রাণহানির জন্য অত্যন্ত দুঃখিত।

রেলমন্ত্রী শ্রী পীযূষ গোয়েলের সঙ্গে কথা বলেছি। তিনি পরিস্থিতির উপর ভালোভাবে নজর রাখছেন। যা যা সাহায্যের প্রয়োজন, তা সবরকম দেওয়া হচ্ছে।’

একই সাথে দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। তিনি বলেন, ‘মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় রেল দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। মৃতদের প্রিয়জনদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্যের কামনা করছি।’
জানা গেছে শুক্রবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ মালগাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১৬ জন পরিযায়ী শ্রমিকের। আহত হয়েছেন পাঁচজন। ঔরঙ্গাবাদের পুলিশ সুপার মোকশাদা পাতিল জানিয়েছেন, একজনের অবস্থা আশঙ্কাজনক। দক্ষিণ-পূর্ব রেলের এক শীর্ষ আধিকারিক জানান, ব্যাগ নিয়ে শ্রমিকরা লাইনের উপর দিয়ে হাঁটছিলেন। ট্রেন আসার বিষয়টি তাঁদের নজরে পড়েনি। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে রেল।