ডেটা ছাড়া ওয়েবসাইট ব্রাউজ করার অ্যাপ আনল ‘ডিসকভার’ আনল ফেসবুক

ডেটা ছাড়া ওয়েবসাইট ব্রাউজ করার অ্যাপ আনল ‘ডিসকভার’ আনল ফেসবুক

ডেটা না থাকলেও যে কোনও ওয়েবসাইট নিশিন্তে ব্যবহার করা যাবে। পড়া যাবে লিখিত সংস্করণ। এবার এমনই একটি অ্যাপ এনেছে ফেসবুক।
Discover App by Facebook
সম্প্রতি নতুন অ্যাপ ‘ডিসকভার’ চালু করেছে জনপ্রিয় সোশাল মিডিয়া ফেসবুক। ডেটা না থাকলেও লো ব্যান্ডউইডথ ট্র্যাফিকে চলবে অ্যাপটি।

ফেসবুকের প্রোডাক্ট ম্যানেজার জোয়াও জিভি জানিয়েছেন, ‘বিশ্বজুড়ে বহু ইন্টারনেট ব্যবহারকারী আমাদের সঙ্গে যুক্ত থাকেন। কিন্তু যখন ডেটা শেষ হয়ে যায়, তখন তাঁরা বিচ্ছিন্ন হয়ে পড়েন। ডিসকভার অ্যাপ ব্যবহারকারীদের নিরবিচ্ছিন্ন যুক্ত থাকতে সাহায্য করবে।’

‘ডিসকভার’ অকই সঙ্গে মোবাইল, ওয়েব এবং অ্যানড্রয়েড অ্যাপ। ব্যবহারকারীরা এটি ব্যবহার করে যে কোনও ওয়েবসাইটের লিখিত সংস্করণ ব্যবহার করতে পারবেন। তবে এর সাহায্যে কোনও ছবি বা ভিডিও দেখা যাবে না।

প্রাথমিক ভাবে পেরুতে চালু করা হয়েছে এই অ্যাপ। এটি ফেসবুকের ফ্রি বেসিক প্রোগ্রাম। শুরু থেকেই বেশ জনপ্রিয় হয়েছে ডিসকভার অ্যাপ।