16/08/2020

শ্রাবণ মাস মানে শিবের বার : জেনে নিন শিবের উপসনার নিয়মগুলি ও তার পিছনে থাকা উপকথা

শ্রাবণ মাস মানে শিবের বার : জেনে নিন শিবের উপসনার নিয়মগুলি ও তার পিছনে থাকা উপকথা

শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার শিবের পুজো করার প্রচলন রয়েছে গোটা দেশে। মনে করা হয় শ্রাবণ মাসের সোমবার শিবের ব্রত করলে মহাদেব সন্তুষ্ট হন ও ভক্তের মনস্কামনা পূর্ণ করেন।

তবে শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা দেশেই রয়েছে এই পুজোর রীতি।

জেনে নিন শ্রাবণ মাসে শিবের উপসনা করার পিছনে থাকা পৌরাণিক গল্পগুলি ও কি বিশেষত্ব রয়েছে

দেবতা ও অসুরের সমুদ্র মন্থনের সময় হলাহল বা বিষ উঠে এসেছিল। সমস্ত অসুর ও দেবতার প্রাণরক্ষা করতে সেই বিষ ধারণ করেছিলেন মহাদেব। তবে সেই বিষ তিনি সম্পূর্ণ পান না করে তাঁর গলায় ধারণ করেন। সেই বিষে তাঁর সমস্ত শরীর নীল হয়ে যায়। শিবকে ধন্যবাদ দেওয়ার জন্য দেবতারা তাঁকে জলদান করেন। এই কাহিনী মাথায় রেখেই শ্রাবণ মাসে শিবের মাথাতে জল ঢেলে পুজো করার প্রচলন রয়েছে।

জেনে নিন শ্রাবণ মাসের তারিখ
✓ জুলাই ২০-শ্রাবণ মাসের প্রথম সোমবার।
✓ জুলাই ২৭-দ্বিতীয় শ্রাবণ সোমবার।
✓ আগস্ট ০৩-তৃতীয় শ্রাবণ সোমবার।
✓ আগস্ট ১০-চতুর্থ শ্রাবণ সোমবার।
✓ আগস্ট ১৭-পঞ্চম এবং শেষ শ্রাবণ মাসের সোমবার।