01/10/2020

আসছে ‘Flipkart Quick’অর্ডার করার ৯০ মিনিটের মধ্যে ডেলিভারি, জানুন খুঁটিনাটি তথ্য

আসছে ‘Flipkart Quick’অর্ডার করার ৯০ মিনিটের মধ্যে ডেলিভারি, জানুন খুঁটিনাটি তথ্য

ভারতের সবথেকে নাম করা ই-কমার্স প্ল্যাটফর্ম হল ফ্লিপকার্ট । ২৮ জুলাই ফ্লিপকার্ট চালু করল Flipkart Quick নামে হাইপার-লোকাল ডেলিভারি সার্ভিস ।যে সার্ভিসের মাধ্যমে গ্রাহকরা জিনিসের ডেলিভারি পেয়ে যাবে মাত্র ৯০ মিনিটে ।

প্রাথমিক ভাবে জানা গেছে Flipkart Quick এ গ্রোসারি, ফ্রেশ সবজি, দুধের প্রোডাক্ট, মাংস, মোবাইল, ইলেকট্রনিক আক্সেসরিজ, ষ্টেশনারী আর হোম আক্সেসরিজের মতো প্রায় ২,০০০-এরও বেশি প্রডাক্ট সরবরাহ করবে।
আসছে ‘Flipkart Quick’অর্ডার করার ৯০ মিনিটের মধ্যে ডেলিভারি, জানুন খুঁটিনাটি তথ্য
Flipkart Quick প্রথম ফেজে এই পরিষেবাটি উপভোগ করতে পারবে বেঙ্গালুরুর গ্রাহকরা। পরে পরে এই পরিষেবার উপভোগ করতে পারবে আরও ৬টি শহরের গ্রাহকরা।গ্রাহকরা দিনের যেকোনো সময় অর্ডার দিতে পারবেন আর সেই অর্ডার সকাল ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত যেকোনও সময় পেতে পারেন ।

রিপোর্ট অনুযায়ী Flipkart Quick পরিষেবা পাবার জন্য গ্রাহকদের সর্বনিম্ন ২৯ টাকা ডেলিভারি চার্জ দিতে হতে পারে ।