25/09/2020

কলেজে ও বিশ্ববিদ্যালয়ের ভর্তির ক্ষেত্রে বিনামূল্যে অনলাইনে আবেদন করতে পারবেন পড়ুয়ারা: ঘোষণা পার্থ চট্টোপাধ্যায়ের

কলেজে ও বিশ্ববিদ্যালয়ের ভর্তির ক্ষেত্রে বিনামূল্যে অনলাইনে আবেদন করতে পারবেন পড়ুয়ারা: ঘোষণা পার্থ চট্টোপাধ্যায়ের

রাজ্য সরকার আগেই প্রসেসিং ফি’র সীমা বেঁধে দিয়েছিল। এবার রাজ্যের তরফে ঘোষণা করা হল, চলতি বছর স্নাতক স্তরে ভরতির অনলাইনে আবেদনের জন্য প্রার্থীদের কোনও টাকা দিতে হবে না ।

বৃহস্পতিবার সন্ধ্যায় টুইটারে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘কলেজে ভরতি সংক্রান্ত বিভ্রান্তি তৈরি হওয়ার জন্যই আমার এই ভিডিয়ো। রাজ্যের অধীনস্থ সমস্ত সরকারি ও সরকার পোষিত কলেজ এবং যে বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরে ভরতি নেওয়া হচ্ছে, সেখানে অনলাইনে ভরতির ব্যবস্থা হয়েছে।


উচ্চশিক্ষা দফতর সিদ্ধান্ত নিয়েছে, সেখানে আবেদনকারী ছাত্রছাত্রীদের থেকে কলেজগুলি কোনওরকম অর্থ নিতে পারবে না। কয়েকটি কলেজের বিরুদ্ধে আবেদনকারী প্রার্থীদের থেকে আবেদন ফি, কলেজ পুস্তিকা বাবদ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। সেভাবেও প্রার্থীদের থেকে কোনও টাকা নেওয়া যাবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী।