25/09/2020

বিনামূল্যে অনলাইনে ফটোগ্রাফি শেখার সুযোগ করে দিল Nikon

বিনামূল্যে অনলাইনে ফটোগ্রাফি শেখার সুযোগ করে দিল Nikon

✓ 30 এপ্রিল পর্যন্ত বিনামূল্যে অনলাইন ক্লাস নেবে Nikon ।
✓ প্রফেশনাল ফটোগ্রাফাররা ক্লাস নেবেন ।
✓ Nikon ক্যামেরা থাকা বাধ্যতামূলক নয় ।
✓ একটি Nikon অনলাইন ক্লাসে 14.95 মার্কিন ডলার থেকে 49.95 মার্কিন ডলার খরচ হয়।
✓ অনলাইন ক্লাসে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি, ম্যাক্রো ফটোগ্রাফি, পোট্রেট সহ বিভিন্ন ধারার ছবি তোলা শিখতে আলাদা ক্লাস রয়েছে।
ঘরে বসে নতুন কিছু শেখার সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে জাপানের কোম্পানিটি। ছবি তোলার বেসিক টিউটোরিয়াল থেকে মিউজিক ভিডিও বানানো, সব ধরনের অনলাইন ক্লাসেই বিনামূল্যে অংশ নেওয়া যাবে।
✓ Nikon ক্লাস এর লিঙ্ক

Leave a Reply