Tiktok এর সঙ্গে পাল্লা দিতে আসছে YouTube Shorts
বিশ্বজুড়ে TikTok ভিডিও এখন দারুন জনপ্রিয়।এবার তাকে টেক্কা দিতে গুগল আনছে YouTube Shorts।
TikTok-এর সঙ্গে পাল্লা দিতে নতুন শর্ট ভিডিয়ো প্ল্যাটফর্ম Shorts লঞ্চ করার পরিকল্পনা করেছে গুগল-এর YouTube। তবে আলাদা অ্যাপ হিসেবে আনার পরিবর্তে অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে YouTube-এর নতুন ফিচার হিসেবে থাকবে Shorts।
২০১৬ সালে চিন লঞ্চ করে TikTok অ্যাপ। ২০১৮ সাল থেকে তা জনপ্রিয় হয়ে ওঠে। অ্যাপটি ব্যবহার করে ছোট মজাদার ভিডিও তৈরি করতে পারেন ইউজার।
সম্প্রতি Android ও iOS প্ল্যাটফর্মে ১০০ কোটি ডাউনলোডের মাইলফলক ছুঁয়েছে TikTok। তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান সেন্সর টাওয়ার-এর তথ্য অনুযায়ী, ফেসবুক-এর রাজ্যেও হানা দিতে শুরু করেছে এখন TikTok।
২০১৯ সালে TikTok-কে জনপ্রিয়তায় ছাপিয়ে যেতে পেরেছিল একমাত্র WhatsApp। এখন দেখার, এই দৌড়ে কতটা জায়গা করে নিতে পারে YouTube Shorts।