26/09/2020

জানেন কি রাজ্যের কোন জেলার কি রং ? দেখে নিন এক ঝলকে

জানেন কি রাজ্যের কোন জেলার কি রং ? দেখে নিন এক ঝলকে

কোন রাজ্যের করোনা পরিস্থিতি কেমন, সেখানে সংক্রমণের হার, নমুনা পরীক্ষার সংখ্যার মতো বিষয়গুলি বিবেচনা করে দেশের সব জেলাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। সেগুলি হল – রেড (লাল), অরেঞ্জ (কমলা) ও গ্রিন (সবুজ) জোন।

সেইমতো পশ্চিমবঙ্গের জেলাগুলিকেও তিনটি জোনের মধ্যে রাখা হয়েছে। এ রাজ্যের ১০ টি জেলা রয়েছে লাল জোনে। কমলা জোনে ঠাঁই পেয়েছে ৫ টি জেলা। বাকি ৮ টি জেলা রয়েছে সবুজ জোনে।

একনজরে দেখে নিন, এ রাজ্যের কোন জেলা কোন জোনে রয়েছে –

লাল জোনের জেলা

কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং মালদহ।

কমলা জোনের জেলা
হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ।

সবুজ জোনের জেলা
বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া, আলিপুরদুয়ার এবং ঝাড়গ্রাম।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, কোনও রাজ্য চাইলে কোনও এলাকা বা জেলায় বাড়তি বিধিনিষেধ জারি করতে পারে।