28/09/2020

এক নজরে দেখে নিন লকডাউন 4.0 তে কোন কোন গতিবিধিতে ছাড় দেওয়া হয়েছে

এক নজরে দেখে নিন লকডাউন 4.0 তে কোন কোন গতিবিধিতে ছাড় দেওয়া হয়েছে

চতুর্থ দফার লকডাউনে একাধিক ক্ষেত্রে ছাড় দিয়েছে কেন্দ্র। সামান্য কিছু ক্ষেত্রে বিধিনিষেধ ছাড়া অধিকাংশ গতিবিধিতেই অনুমতি দেওয়া হয়েছে।
lockdown 4.0 outbreak
একনজরে দেখে নিন কোন কোন কাজে ছাড় দেওয়া হয়েছে –

✓✓✓ ‘কনটেনমেন্ট জোন’ ছাড়া সর্বত্র আন্তঃরাজ্য যাত্রীবাহী বাস ও গাড়ি পরিষেবায় এবার ছাড় দেওয়া হয়েছে। তবে সেক্ষেত্রে সংশ্লিষ্ট দুটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের পারস্পরিক সম্মতির প্রয়োজন হবে।

✓✓✓ যে কাজগুলিতে নির্দিষ্টভাবে নিষেধাজ্ঞা চাপানো হয়েছে, সেগুলি ছাড়া রেড, গ্রিন ও অরেঞ্জ জোনে সব কাজে ছাড় দেওয়া হয়েছে।

✓✓✓ শুধু পৃথক দোকান নয়, চতুর্থ দফার লকডাউনে বাজারের দোকানও খোলা যাবে। কারণ বাজার খোলায় অনুমতি দিয়েছে কেন্দ্র। তবে শপিং মল বন্ধ থাকবে।

✓✓ রেড জোনেও অনাবশ্যকীয় পণ্যের ডেলিভারি দিতে পারবে ই-কমার্স সংস্থাগুলি।

✓✓✓ সাইকেল রিক্সা, অটো রিক্সা, ট্যাক্সি, অ্যাপ ক্যাব পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে।
অফিসে সর্বোচ্চ ৩৩ শতাংশ কর্মী উপস্থিতির নিয়মও প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

✓✓✓‘কনটেনমেন্ট জোন’-এ শুধুমাত্র অত্যাবশ্যকীয় কাজে ছাড় দেওয়া হয়েছে।

✓✓✓ স্পোর্টস কমপ্লেক্স ও স্টেডিয়াম খোলা রাখা যাবে। তবে তা দর্শকশূন্য থাকবে।

✓✓✓ সেলুন, স্পা, স্যালোঁ খোলার অনুমতি দেওয়া হয়েছে।

এছাড়াও তৃতীয় দফার লকডাউনে যে গতিবিধিগুলিতে ছাড় দেওয়া হয়েছিল, আগামী ৩১ মে পর্যন্ত সেই কাজগুলিতেও ছাড় মিলবে।