30/09/2020

COVID-19 -এর নামে বাড়ছে হ্যাকিংয়ের চেষ্টা

COVID-19 Hacking

✓ COVID-19 -এর নাম হ্যাকিংয়ের চেষ্টা চলছে ।
✓ অজানা সূত্র থেকে পাওয়া যে কোন ইমেল থেকে দূরে থাকুন ।
✓ WhatsApp এ সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না ।
✓ যদি দেখেন কোন ব্যাক্তি আপনাকে লিঙ্ক দিয়ে বললেন দেখ করোনা আপডেট কোন দেশে কত হ দয়া করে লিঙ্কে ক্লিক করবেন না । ওই ওয়েবসাইট এ থাকতে পারে কিছু ফিশিং ম্যালওয়ার যার থেকে আপনার সেভ করা পাসওয়ার্ড হাতিয়ে নেবে হ্যাকার সংগঠন ।
✓ COVID-19 নাম ব্যবহার করে হ্যাকিং প্রায় 667 শতাংশ বেড়েছে।
✓ Barracuda Networks, নামের এক ক্লাউড সিকিউরিটি কোম্পানি এই তথ্য প্রকাশ করেছে।
✓ 1 মার্চ থেকে 23 মার্চের মধ্যে মোট 467,825 টি ফিশিং ইমেল সনাক্ত করেছে Barracuda Networks। এর মধ্যে 9,116 ইমেলে COVID-19 -এর উল্লেখ ছিল। ✓ ফেব্রুয়ারি মাসে মোট 1,188 টি ফিশিং ইমেলে করোনাভাইরাসের উল্লেখ পেয়েছিল কোম্পানিটি।
✓ জানুয়ারি মাসে এই সংখ্যাটি ছিল 137।
✓হ্যাকারদের হাত থেকে দূরে থাকতে অজানা সূত্র থেকে পাওয়া যে কোন ইমেল অথবা মেসেজের মধ্যের লিঙ্কে ক্লিক না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply