পুলওয়ামা এনকাউন্টারে খতম প্রথমসারির হিজবুল জঙ্গি

পুলওয়ামা এনকাউন্টারে খতম প্রথমসারির হিজবুল জঙ্গি

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় এনকাউন্টারে খতম করা হল হিজবুল মুজাহিদিনের প্রথমসারির জঙ্গি রিয়াজ নাইকুকে।

বুধবার একথা জানিয়েছেন এক উচ্চপদস্থ নিরাপত্তা আধিকারিক।

কাশ্মীর উপত্যকায় নিষিদ্ধ হিজবুল জঙ্গিদের মাথা ছিল এই রিয়াজ। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গতরাতে রিয়াজের খোঁজে অভিযান শুরু করে পুলিশ ও নিরাপত্তাবাহিনীর একটি যৌথ দল।

অবন্তীপোরার বেইগপোরা গ্রামে কাছে আটকে পড়ে ওই হিজবুল জঙ্গি। পুরো অভিযানে উপর নজরদারি চালাচ্ছিলেন জম্মু এবং কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং। এক শীর্ষ পুলিশকর্তা জানিয়েছেন, রিয়াজের মৃত্যু সন্ত্রাস-বিরোধী অভিযানে বড়সড় সাফল্য।

গোয়েন্দারা জানিয়েছেন, ২০১৬ সালের ৮ জুলাই অনন্তনাগের কোকারনাগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে বুরহান ওয়ানির মৃত্যুর পর উপত্যকায় হিজবুলের প্রধান হয়ে উঠেছিল রিয়াজ।

পাকিস্তানের জঙ্গি সংগঠনের প্রধান সইদ সালাউদ্দিনের ঘনিষ্ঠ ছিল সে। ২০১৭ সালে সালাউদ্দিনকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করেছিল আমেরিকা। স্নাতকোত্তর রিয়াজের মাথার দাম ছিল ১২ লাখ টাকা।