22/09/2020

PM-KISAN এর আওতায় টাকা পাবেন কিনা, নাম তুলবেন কি করে, জেনে নিন

PM-KISAN এর আওতায় টাকা পাবেন কিনা, নাম তুলবেন কি করে, জেনে নিন

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আর্থিক প্যাকেজ ঘোষণার সময় বলেন যে ৮.১৯ কোটি মানুষ PM Kisan Samman Nidhi (PM-KISAN) এর আওতায় দুই হাজার টাকা করে পেয়েছেন। মোট ১৬,৩৯৪ কোটি টাকা চাষীদের কাছে পৌঁছে গিয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
pm kisan apply
PM-KISAN-এ দুই হাজার টাকা করে প্রতি চার মাসে অন্তর পান চাষীরা। এখনও পাঁচ দফায় দুই হাজার করে দেওয়া হয়েছে চাষীদের কাছে গত ভোটের আগে স্কিম চালু হওয়ার সময় থেকে। যারা টাকা পাননি তারা কীভাবে নিজেদের স্ট্যাটাস সরকারি ওয়েবসাইটে দেখবেন, সেটা জেনে নিন।

যারা টাকা পাচ্ছেন তাদের নাম উল্লেখিত আছে pmkisan.gov.in। যারা এই স্কিমে টাকা পাওয়ার জন্য আবেদন করেছেন, সেই সংক্রান্ত তালিকা খুব দ্রুতই দেবে কেন্দ্রীয় সরকার। এই মাসের শেষের মধ্যেই সেটা দিয়ে দেওয়া হবে।

যাদের নাম আছে, তারাও চেক করতে পারেন Payment Status । সেটার জন্য ওয়েবসাইটে Farmers Corner ( ফার্মার্স কর্নারে) যেতে হবে। নয়া আবেদনকারীরাও নিজেদের ডকুমেন্ট এখানে আপলোড করতে পারেন।

আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিতে হবে এখানে।
পুরো তালিকার জন্য প্রথমে ‘beneficiary list’- এ ক্লিক করবেন। এরপর দেবেন রাজ্য, জেলা. তালুক, ব্লক ও গ্রামের বিস্তারিত তথ্য।

তারপর ‘Get Report’ লিঙ্কে ক্লিক করলেই পাবেন আপনার প্রয়োজনীয় তথ্য।