26/10/2020

48MP ক্যামেরা সহ ভারতে লঞ্চ হল Huawei Y9s

48MP ক্যামেরা সহ ভারতে লঞ্চ হল Huawei Y9s

নতুন Huawei Y9s-এ থাকছে অপ-আপ সেলফি ক্যামেরা। Kirin 710F চিপসেটের সঙ্গেই এই ফোনে 4,000 mAh ব্যাটারি ব্যবহার করেছে চিনের সংস্থাটি। সীমিত সংখ্যায় সবুজ ও কমলা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।
Huawei Y9s
এক ঝলকে দেখে নিন Huawei Y9s স্পেসিফিকেশন

✓ Huawei Y9s-তে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির EMUI 9.1 স্কিন চলবে।
✓ এই ফোনে রয়েছে একটি 6.59 ইঞ্চি FHD+ ডিসপ্লে।
✓ Kirin 710F চিপসেট ।
✓ 6GB RAM ও 128GB স্টোরেজ।
✓ Huawei Y9s’র পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গেই থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।
✓ 16 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা।
✓ কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে Wi-Fi 802.11b/g/n, 4G LTE, Bluetooth 4.2, GPS/A-GPS, Glonass, USB Type-C।
✓ ফোনের পাশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
✓ 4,000 mAh ব্যাটারি ।
✓ এই ফোনের ওজন 206 গ্রাম।
✓ 6GB RAM + 128GB স্টোরেজে Huawei Y9s-এর দাম 19,990 টাকা।
✓ 19 মে শুধুমাত্র Amazon থেকে এই ফোন পাওয়া যাবে।
✓ সীমিত সংখ্যায় সবুজ ও কমলা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।