Huawei নিয়ে এলো পপ-আপ ক্যামেরা সহ স্মার্টটিভি
অনেক দিন ধরেই বড় ডিসপ্লের স্মার্টটিভির টিজার প্রকাশ করছিল Huawei। অবশেষে সেই টিভি বাজারে এল Huawei Smart Screen X65।
এই স্মার্টটিভিতে রয়েছে
✓ 65 ইঞ্চি OLED ডিসপ্লে।
✓ আপাতত চিনে এই টিভি বিক্রি হবে।
✓ নতুন এই স্মার্টটিভির দাম 24,999 ইউয়ান (প্রায় 2,70,000 টাকা)।
✓ এই ডিসপ্লেতে HDR 10+ সাপোর্ট থাকছে।
✓ সর্বোচ্চ 1,000-নিটস ব্রাইটনেসেত এই ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট থাকছে।
✓ এই টিভির ডিসপ্লের পিছনে 14টি স্পিকার থাকছে। থাকছে ছয়টি স্পিকার, ছটি টুইটার ও দুটি উফার।
✓ এই টিভিতে কোম্পানির HarmonyOS অপারেটিং সিস্টে চলবে।
✓ টিভির ভিররে রয়েছে Honghu 898 প্রসেসর।
✓ 6GB RAM ও 128GB স্টোরেজ।
✓ 24 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।
✓ এই ক্যামেরা ব্যবহার করে সহতেই টিভি থেকে ভিডিও কল করা যাবে।