26/09/2020

করোনা সংক্রমণ পরীক্ষা পদ্ধতিতে বদল আনল ICMR

করোনা সংক্রমণ পরীক্ষা পদ্ধতিতে বদল আনল ICMR

সংশোধিত পদ্ধতি অনুযায়ী, এবার থেকে সংক্রামিত ব্যক্তির নমুনা পঞ্চম ও চতুর্দশ দিনে পরীক্ষা করা বাধ্যতামূলক হল।

শুধু তাই নয়, গত ১৪ দিনে আন্তর্জাতিক ভ্রমণকারীদের নমুনা পরীক্ষাও আবশ্যিক করা হয়েছে নতুন প্রক্রিয়ায়। এ ছাড়া, ল্যাবরেটরিতে প্রমাণ পাওয়া নমুনাও ফের পরীক্ষা করা হবে বলে জানিয়েছে সংস্থা।

নতুন পরীক্ষা পদ্ধতির আওতায় আনা হয়েছে প্রবল শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত সমস্ত স্বাস্থ্যকর্মী ও রোগীদের।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক দ্বারা চিহ্নিত হটস্পট ও ক্লাস্টারে অবস্থিত পরিযায়ী আশ্রয় শিবিরের বাসিন্দাদের মধ্যে যাঁরা জ্বর, কাশি, গলা জ্বালা ও নাকের জল গড়ানোর সমস্যায় ভুগছেন, তাঁদের নমুনা অসুস্থ হওয়ার ৭ দিনের মধ্যে পরীক্ষা করাও বাধ্যতামূলক করল ICMR ।

এ ক্ষেত্রে রোগীদের অ্যান্টিবডি টেস্ট আবশ্যিক করা হয়েছে।

বৃহস্পতিবার সংস্থার তরফে জানানো হয়েছে, Covid-19 রোগীদের নমুনা পরীক্ষার ফল পজিটিভ না হলে তাঁদের হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ দেওয়া যাবে না।

Leave a Reply