22/09/2020

করোনায় মৃত্যু হলেও গ্রাহকদের প্রাপ্য মেটাবে LIC

করোনায় মৃত্যু হলেও গ্রাহকদের প্রাপ্য মেটাবে LIC

জীবন বিমা নিগম জানিয়েছে, কোভিড-১৯ বা করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলেও পলিসি হোল্ডারদের প্রাপ্য দাবি মিটিয়ে দেবে সংস্থা৷

গ্রাহকদের সুবিধার্থে বকেয়া প্রিমিয়াম জমা দেওয়ার জন্য আরও একমাসের ছাড় দিল ভারতীয় জীবন বিমা নিগম৷ শনিবারই এই ঘোষণা করেছে দেশের সবথেকে বড় বিমা সংস্থা৷

ফেব্রুয়ারি মাসে যাঁদের প্রিমিয়াম বাকি ছিল, সেই গ্রাহকদের টাকা জমা দেওয়ার জন্য ১৫ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে৷ আগে এই সময়সীমা ছিল ২২ মার্চ পর্যন্ত৷
এখনও পর্যন্ত করোনায় মৃত ১৬ জনের পরিবারের হাতে ক্ষতিপূরণের টাকা তুলে দিয়েছে সংস্থা৷

যাঁদের পুরনো পলিসি রয়েছে এবং যাঁরা নতুন পলিসি করবেন, সবাই এই সুবিধে পাবেন৷

এলআইসি-র তরফে জানানো হয়েছে, সরকারের দেওয়া নামের তালিকা মিলিয়ে করোনায় মৃতদের প্রাপ্য অর্থ দ্রুত মিটিয়ে দেওয়া হচ্ছে৷

অনলাইনে পলিসির প্রিমিয়াম জমা দিলে কোনও সার্ভিস চার্জ নেওয়া হবে না জানিয়েছেন LIC
জেনে নিন কিভাবে অনলাইনে lic payment করবেন !

Leave a Reply