20/09/2020

রমজানে বাড়িতেই নমাজ পড়ার পরামর্শ ; ইমাম অ্যাসোসিয়েশনের

রমজানে বাড়িতেই নমাজ পড়ার পরামর্শ ; ইমাম অ্যাসোসিয়েশনের

শুক্রবার সংস্থার তরফে জারি এক ভিডিয়ো বার্তায় সংস্থার পক্ষে এই অনুরোধ করেছেন সংস্থার সভাপতি মহম্মদ ইয়াহিয়া।

রমজানে মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নমাজ পড়েন রোজাদারেরা। এবার করোনা লকডাউন চলায় জমায়েত নিষিদ্ধ। কিন্তু তার পরও মসজিদে জমায়েত হওয়ার রীতি পালনের জন্য কেউ যাতে চলে না আসেন তা মনে করান মহম্মদ ইয়াহিয়া। এদিন তিনি বলেন, ‘সরকার বলেছে বলেই লকডাউন পালন করতে হবে তা নয়। লকডাউন করতে হবে আপনার ও আপনার পরিবারের জন্য। একবার সংক্রমণ ছড়ালে আর রোখা যাবে না। মনে রাখবেন, ইসলাম যুক্তিকে অস্বীকার করতে শেখায় না।’

সপ্তাহ খানেক আগে সবে বরাত পালনে মুসলিমদের মসজিদ বা গোরস্থানে যেতে নিষেধ করেছিল ইমামদের সংগঠন। বদলে বাড়িতেই নমাজ পাঠের পরামর্শ দিয়েছিল তারা। এবার রমজানের শুরুতেও লকডাউনের বিধি মেনে চলতে অনুরোধ করল সংগঠনটি।

বলে রাখি, লকডাউন শুরুর আগে মসজিদে জমায়েত বন্ধ করতে অস্বীকার করে বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন। পরে লকডাউন শুরু হলে মসজিদ বন্ধ করতে বাধ্য হয় তারা। তাদের এই মনোভাবের জন্য সমালোচনার মুখে পড়েছিল সংগঠনটি।