25/09/2020

আমফান বিধ্বস্ত ভারতকে ৫ লাখ ও বাংলাদেশকে ১১ লাখ ইউরো অনুদান ইউরোপীয় ইউনিয়নের

আমফান বিধ্বস্ত ভারতকে ৫ লাখ ও বাংলাদেশকে ১১ লাখ ইউরো অনুদান ইউরোপীয় ইউনিয়নের

ভারতের আমফান বিধ্বস্ত মানুষদের জন্য প্রাথমিক ভাবে পাঁচ লক্ষ ইউরো দেওয়ার কথা ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন।

এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে আমফানে মৃত ৮৬, হাজার হাজার মানুষ গৃহহীন। ওড়িশার বেশ কিছু অঞ্চল আমফানে বিপর্যস্ত।
India give 5 lakhs Euro
ইউ কমিশনার ফর ক্রাইসিস ম্যানেজমেন্ট জানেজ লেনারসিক বলেন যে আমফানে ক্ষতিগ্রস্ত মানুষ ও যেসব স্বাস্থ্যকর্মী ও সমাজকর্মীরা করোনার মধ্যেও কাজ করবেন, তাদের বাঁচাতে তারা সচেষ্ট।

আপাতত ভারতকে ৫ লক্ষ ইউরো ও বাংলাদেশকে ১১ লক্ষ ইউরা দেবে সংস্থা। লেনারসির বলেন যে দুই দেশে যেভাবে মানুষ মারা গিয়েছেন তাতে তাঁরা দুঃখিত।

তিনি বলেন যে ভারত ও বাংলাদেশের মানুষ কী অবস্থায় আছে, সেটা ভেবেই তিনি কষ্টবোধ করছেন। যে সময় সোশ্যাল ডিস্টেন্সিং রাখা খুব দরকার, তখন এরকম হল। লকডাউন সংকটের ওপর আরেকটি সংকট আমফান।

স্যাটেলাইট ম্যাপ দিয়ে তারা বিপর্যয়ের পরিমাণটি বোঝার চেষ্টা করছেন। যেভাবে মানুষ ত্রাণ ও উদ্ধার কাজে লেগে পড়েছে, সেটাকেও বাহবা দেন ইউ আধিকারিক।