26/10/2020

তেলিনিপাড়ায় হিংসার জেরে সরানো হল ভদ্রেশ্বর থানার আইসি কে

তেলিনিপাড়ায় হিংসার জেরে সরানো হল ভদ্রেশ্বর থানার আইসি কে

হুগলির তেলেনিপাড়ায় লাগাতার হিংসার জেরে সরানো হল ভদ্রেশ্বর থানার আইসি-কে। আদতে চন্দননগরের আই সি হলেও অতিরিক্ত দায়িত্ব হিসেবে তাঁকে ভদ্রেশ্বর থানার আইসি হিসেবে নিযুক্ত করা হয়েছিল। বুধবার তাঁকে সেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
Telenipara case
শনিবার থেকে হুগলির তেলেনিপাড়ায় অশান্তি শুরু হয়। তার রেশ ঘটনার পাঁচ দিন পরেও চলেছে। দফায় দফায় বিক্ষিপ্ত অশান্তির দায় পরোক্ষে বিজেপির ঘাড়ে চাপিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হুগলির জেলাশাসককে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্য দিকে, তেলেনিপাড়ায় যাওয়ার চেষ্টা করলে মানকুণ্ডুতে পুলিশ আটকে দিলে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় দাবি করেন, তেলেনিপাড়ার ঘটনা রাজ্যের সামগ্রিক আইন-শৃঙ্খলায় বিচ্যূতিরই বহিঃপ্রকাশ।

একই ভাবে রাজ্য সরকারের ব্যর্থতার অভিযোগ এনেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। এর পর চুঁচুড়ায় জেলাশাসকের দফতরের বাইরে ধরনায় বসেন বিজেপি সাংসদরা।

মঙ্গলবারের পরে বুধবারও এলাকার বেশ কিছু দোকানে ভাঙচুর চালানো ও আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ। গত কয়েক দিন ধরে উত্তপ্ত পরিস্থিতি বহাল থাকায় আতঙ্কে এলাকা ছেড়ে পালিয়েছেন তেলেনিপাড়া ও সংলগ্ন এলাকার একাধিক বাসিন্দা।