21/10/2020

সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজবে মৃত্যু হলো ইরানে ৪৮০ জনের ।

সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজবে মৃত্যু হলো ইরানে ৪৮০ জনের ।

সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজবে মৃত্যু হলো ইরানে ৪৮০ জনের । সম্প্রতি ইরানে গুজব ছড়ায় যে অ্যালকোহল খেলেই নাকি করোনা থেকে মুক্তি ।
অর্থাৎ মদপান করলেই করোনায় আক্রান্ত হবেন না কেউ ৷ মদ্যপানের পাশাপাশি যদি গায়ে-মাথায় অ্যালকোহল ছিটিয়ে নেওয়া যায়, তাহলেও সব সমস্যা মিটবে ৷
এই তত্ত্বে বিশ্বাস করে ফেলেন বহু মানুষ ৷ আর তাতেই সমস্যা আরও বাড়ে ৷
কিন্তুু ইরানে যেহেতু মদ নিষিদ্ধ ৷ তাই সেখানকার বহু মানুষ খেয়ে নেন কারখানায় ব্যবহৃত মিথাইল অ্যালকোহল বা মিথানল ৷
যার জেরে সেদেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৮০ জনের ৷


প্রায় তিন হাজারের কাছাকাছি মানুষ অসুস্থ ৷
সংবাদসংস্থা এপি-র খবর অনুযায়ী ইরানের স্বাস্থ্য মন্ত্রকের তরফে দেশবাসীকে অনুরোধ জানানো হয়েছে, দয়া করে করোনা থেকে বাঁচতে কারখানায় ব্যবহৃত অ্যালকোহল খাবেন না ।
মিথানল খেয়ে অনেকেই এখন শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন ৷ অসুস্থদের মধ্যে রয়েছে বেশ কয়েকজন শিশুও ৷

Leave a Reply