29/09/2020

সাবধান হন ! আংটি, তাবিজ-কবজ, ঘড়ি , হাতের ধাগা থেকেও ছড়াতে পারে করোনা সংক্রমণ

সাবধান হন ! আংটি, তাবিজ-কবজ, ঘড়ি , হাতের ধাগা থেকেও ছড়াতে পারে করোনা সংক্রমণ

যে কোনও আংটি থেকেই ছড়াতে পারে সংক্রমণ। বারবার স্যানিটাইজার দিয়ে হাত ধুয়েও আংটির ভিতরে জমে থাকা জীবাণু বের করা যায় না।

কখনও কখনও তো সাবানও থেকে যায় আংটির ফাঁকে। খাওয়ার সময় যা পেটে চলে যেতে পারে। যা ডেকে আনতে পারে বিপদ। ফলে আপনার প্রিয় আংটিই হয়ে উঠতে পারে প্রাণঘাতী।

চিকিৎসকদের মতে, এইসময় হাতে আংটি থেকে শুরু করে বাকি যে কোনও গয়না এমনকী ঘড়িও না পরাই ভাল ৷ কারণ করোনার জীবাণু আংটির বিভিন্ন ধাতু, রত্নে কতটা সময় পর্যন্ত বেঁচে থাকতে পারে, সে ব্যাপারে সর্বজনগ্রাহ্য গবেষণার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়নি, এ কথা ঠিক।

কিন্তু সাধারণ অভিজ্ঞতা থেকেই বলা যায়, ধাতব আংটিতে যথেষ্ট পরিমাণে জমে থাকে ধুলো ও বিভিন্ন ধরনের জীবাণু। আপনার হাতের আংটিগুলিই ডেকে আনতে পারে বিপদ ৷
বিশেষজ্ঞরা তাই জানাচ্ছেন, তাবিজ-কবজ থেকে হয়তো খাওয়ার সময় সরাসরি জীবাণু মুখে যায় না। কিন্তু সেখান থেকেও সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা থাকে। তাই আংটি, তাবিজ-কবজ থেকে এই সময়টা দূরে থাকাই ভাল।

Leave a Reply