29/09/2020

“করোনা পরিস্থিতির সময় সবচেয়ে বড় শিক্ষা হল স্ব-নির্ভরতা”, বললেন প্রধানমন্ত্রী

“করোনা পরিস্থিতির সময় সবচেয়ে বড় শিক্ষা হল স্ব-নির্ভরতা”, বললেন প্রধানমন্ত্রী

করোনা ভাইরাস দেশকে নতুন এক চ্যালেঞ্জ নিতে শিখিয়েছে, ভারতকে “স্বনির্ভরতার” শিক্ষা দিয়েছে, শুক্রবার এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

COVID-19 কে মোকাবিলা করতে দেশের মানুষকে ঠিক কতটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে, এই নিয়ে আলোচনা করতেই দেশের বিভিন্ন গ্রাম প্রধানদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী । ভিডিও কনফারেন্সের মাধ্যমেই ওই বৈঠক করেন তিনি।

“করোনা ভাইরাস আমাদের সামনে প্রচুর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে, তবে আমাদের জীবনে দেখা গেছে যখন যেমন পরিস্থিতি এসেছে তা থেকে আমাদের সবসময়ই শিখতে হয়েছে এবং হবে।

এই পরিস্থিতি আমাদের শিক্ষা দিয়েছে ঠিক কী আচরণ আমরা করছি এবং কী আচরণ আমাদের করা উচিত। অনেক কিছু শিখিয়েছে এই করোনা পরিস্থিতি। এটি একেবারে স্পষ্ট করে আমাদের বুঝিয়ে দিয়েছে যে আমাদের বেঁচে থাকার জন্যে কেবল নিজেদের উপরেই নির্ভর করতে হবে”, বলেন প্রধানমন্ত্রী।