20/09/2020

করোনার থাবা পড়ল এবার বিশ্বভারতীতে ১১০ বছরে প্রথমবার পালিত হচ্ছে না রবীন্দ্র-জয়ন্তী

করোনার থাবা পড়ল এবার বিশ্বভারতীতে ১১০ বছরে প্রথমবার পালিত হচ্ছে না রবীন্দ্র-জয়ন্তী

আজ অর্থাৎ শুক্রবার কবিগুরুর ১৫৯ তম জন্মবার্ষিকী। এইদিন কবি-প্রণামে মুখরিত থাকে গোটা বাংলা।কিন্তু এবছরের ছবিটা সম্পূর্ন আলাদা।

এই বছর রবীন্দ্র-জয়ন্তী উৎসবে মারণভাইরাস করোনা থাবা বসিয়েছে। অনান্যবার উপসনা মন্দিরে এইসময় রবীন্দ্রসঙ্গীতের গমগমে আওয়াজ ধ্বনিত হয়।

কিন্তু আজ ছবিটা এক্কেবারেই আলাদা। করোনার জেরে বিশ্বভারতীতে বন্ধ রবীন্দ্র-জয়ন্তীর উৎসব! যদিও এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি বিশ্বভারতী কর্তৃপক্ষ।

এদিন সকাল থেকেই উপাসনা মন্দিরের সামনের রাস্তায় অধিক সংখ্যক নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। যাতায়াতের উপর বেশকিছু বিধিনিষেধ আরোপ করা হচ্ছে,বলে সূত্রের খবর।

জানা গিয়েছে, কোনও সাংস্কৃতিক আনুষ্ঠান না হলেও উপাচর্য সহ বেশ কয়েকজন আধিকারিক ক্যাম্পাসে গিয়ে রবীন্দ্রনাথের চেয়ারে মাল্যদান করবেন। নমঃ নমঃ করেই এবার কবি-প্রণাম সারবে বিশ্বভারতী।

স্বাভাবিকভাবেই মন খারাপ পড়ুয়াদের। গোটা বছর ধরে এই দিনটার প্রতীক্ষায় থাকে তাঁরা। কত প্র্যাক্টিস,কত আয়োজন-করোনার জেরে সবই বিফলে।তাই মন ভারাক্রান্ত।

শান্তিনিকেতনে আনাচে-কানাচেতে আজ ধ্বনিত হচ্ছে না কবিগুরুর গান। চতুর্দিক খাঁ-খাঁ করেছে।করোনা ঘিরে সর্বত্রই সতর্কতা।