25/09/2020

অশান্তির মধ্যেও আরামবাগে তৈরী হল অস্থায়ী কোভিড শ্মশান

অশান্তির মধ্যেও আরামবাগে তৈরী হল অস্থায়ী কোভিড শ্মশান

দ্বারকেশ্বরের রামকৃষ্ণ সেতুর কাছে সেচ দফতরের পরিত্যক্ত জায়গায় গড়ে উঠেছে ওই অস্থায়ী কোভিড শ্মশান। এই পদক্ষেপে ক্ষুব্ধ এলাকাবাসীর একাংশ।

গ্রামবাসীদের বিক্ষোভকে ঘিরেই মঙ্গলবার অগ্নিগর্ভ হয়ে উঠেছিল আরামবাগের পল্লিশ্রী। বিক্ষোভকারীদের উদ্দেশে মহকুমা শাসক সাফ বার্তা দিয়ে জানিয়েছিলেন, শ্মশান নির্মাণে বাধা দেওয়া হলে কড়া পদক্ষেপ করবে পুলিশ।

অস্থায়ী কোভিড শ্মশান তৈরী করতে বাধা দিয়ে পথ অবরোধ করেছিলেন স্থানীয় প্রায় ছ’শো বাসিন্দা। মারমুখী বিক্ষোভকারীদের ঠেকাতে গিয়ে আক্রান্ত হয় পুলিশও। বিক্ষোভকারীরা পুলিশের একটি অ্যাম্বুল্যান্স ভাঙে।

পুলিশের বিরুদ্ধেও পাল্টা লাঠি চালানোর অভিযোগ ওঠে। সেই ঘটনায় ১৩ জন মহিলা-সহ মোট ১৪ জনকে গ্রেফতার করে পুলিশ।

তারপরেই পরিস্থিতি উত্তাল হওয়ায় ঘণ্টা চারেক শ্মশান নির্মাণের কাজ বন্ধ ছিল। তারপর ফের সেই কাজ শুরু হয়। তৈরি হয়ে গিয়েছে শ্মশানে যাবার রাস্তা । ঘেরা হয়েছে শ্মশানের চারদিক। ছাউনি দেওয়ার কাজও শেষ। দেহ সৎকারের জন্য ৯০০ বর্গফুট এলাকায় চাতাল তৈরি করা হয়েছে।

সেখানে দু’টি দেহ পোড়ানোর ব্যবস্থা রয়েছে। মজুত করা হয়েছে কাঠ। পুরসভার তরফে জলের ট্যাঙ্ক দেওয়া হয়েছে। বিদ্যুৎ এবং জলের সংযোগ দেওয়া হচ্ছে।