29/09/2020

কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী লকডাউন 4.0 তে চালু হচ্ছে না মেট্রো

কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী লকডাউন 4.0 তে চালু হচ্ছে না মেট্রো

লকডাউনের চতুর্থ পর্বে চালু হচ্ছে না মেট্রো পরিষেবা। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে প্রকাশিত নির্দেশিকায় স্পষ্ট করে একথা জানানো হয়েছে।
metro service is not resume in lockdown 4.0
গত শুক্রবার মেট্রো পরিষেবা চালু করতে তাঁরা তৈরি বলে জনিয়েছিলেন কলকাতা মেট্রোর জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়।

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে লকডাউনের চতুর্থ পর্বে দেশে কোথাও চলবে না মেট্রো। ফলে কলকাতা মেট্রো চলার আশাতেও জল পড়ল।

ইতিমধ্যে ৩০ জুন পর্যন্ত যাবতীয় দূরপাল্লার ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে রেল।

কম যাত্রী নিয়ে সোশ্যাল ডিসট্যান্সিংয়ের শর্ত মেনে ট্রেন চালাতে কলকাতা মেট্রো তৈরি বলে জানিয়েছিলেন কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়।

মেট্রোয় মাস্ক পরা বাধ্যতামূলক হতে চলেছে বলেও জানিয়েছিলেন তিনি। তবে আপাতত অতটা সাহস দেখাতে পারল না কেন্দ্রীয় সরকার।