03/09/2020

বিরোধিতার মধ্যেও ৪ লক্ষেরও বেশি পড়ুয়ারা ডাউনলোড করলেন NEET অ্যাডমিট কার্ড

বিরোধিতার মধ্যেও ৪ লক্ষেরও বেশি পড়ুয়ারা ডাউনলোড করলেন NEET অ্যাডমিট কার্ড

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে NEET ও JEE পরীক্ষা আপাতত স্থগিত করার জন্যে অনেকেই আবেদন করেছেন কেন্দ্রকে । পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সরব দেশের প্রায় সব প্রান্তের পরীক্ষার্থীরা। তাঁদের পাশে দাঁড়িয়ে কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করছে পশ্চিমবঙ্গ-রাজস্থান-সহ বেশ কয়েকটি রাজ্য।

দেশজুড়ে লাগাতার বিরোধিতার মধ্যেই বুধবার NEET ২০২০-র অ্যাডমিট কার্ড দেওয়া শুরু করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। আর প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই চার লক্ষেরও বেশি পরীক্ষার্থী তা ডাউনলোড করে ফেলেছে।

করোনা পরিস্থিতিতে তাই পড়ুয়া থেকে অভিভাবক কেউই চাইছেন না NEET বা JEE পরীক্ষা হোক।

✓ পরিবহণের অভাবে পরীক্ষা কেন্দ্রে যাওয়া নিয়ে একটা সমস্যা থেকেই যাবে।
✓ বন্যা এলাকার কথা মাথায় রেখে পরীক্ষা বন্ধ রাখতে আর্জি জানান সোনু সুদ।
✓ প্রতি মুহূর্তে সংক্রমণের ভয় মাথায় ঘুরপাক খাবে। ফলে পরীক্ষায় মনোসংযোগ করাই কঠিন হয়ে উঠবে।
✓ পরীক্ষা কেন্দ্রে কতখানি সংক্রমণের বিরুদ্ধে সুরক্ষিত থাকা সম্ভব, তা নিয়েও অনেক প্রশ্ন থেকেই যায়।

কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে বুধবার একজোট হয়ে ভারচুয়াল বৈঠকও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা। উপস্থিত ছিলেন কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীও। এছাড়াও পরীক্ষা পিছনোর আবেদন জানিয়েছেন সোনু সুদ।

NEET অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্ক