29/10/2020

এক ফোন করলেই বাড়ীর দোরগোড়ায় পৌঁছে যাবে ট্যাক্সি

এক ফোন করলেই বাড়ীর দোরগোড়ায় পৌঁছে যাবে ট্যাক্সি

লকডাউনের মেয়াদ বাড়ানোর পর কলকাতায় চালু হল জরুরি ট্যাক্সি পরিষেবা। পুলিশের সঙ্গে যোগাযোগ করলে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাবে ট্যাক্সি। পরিবহন দফতর সূত্রে এমনই জানানো হয়েছে।

রাজ্য সরকার কলকাতায় কিছু হলুদ ট্যাক্সি চালানোর সিদ্ধান্ত নিয়েছে বলে নবান্নে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই ঘোষণা কার্যকর করতে তৎপর হল প্রশাসন।

কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, 1073 নম্বরে ফোন করে ট্যাক্সির প্রয়োজনীয়তার কথা জানাতে হবে। কোথায় ট্যাক্সি পাঠাতে হবে, কোথায় যাবেন যাত্রীরা তা জানাতে হবে ফোন। সঙ্গে জানাতে হবে কেন ট্যাক্সি প্রয়োজন তাও। এর পর ট্যাক্সি পাঠানোর ব্যবস্থা করবে পুলিশ। ট্যাক্সি পৌঁছলে প্রয়োজনীয় দস্তাবেজ দেখিয়ে যাত্রার প্রয়োজনীয়তা প্রমাণ করতে হবে। তার পর চড়া যাবে গাড়িতে। একটি ট্যাক্সিতে ৩ জনের বেশি যাত্রী উঠতে পারবেন না।

Leave a Reply