01/10/2020

শুক্রবার থেকে এয়ার ইন্ডিয়া কয়েকটি আন্তর্জাতিক রুটে পরিষেবা দেবে ; জানুন সব তথ্য

শুক্রবার থেকে এয়ার ইন্ডিয়া কয়েকটি আন্তর্জাতিক রুটে পরিষেবা দেবে ; জানুন সব তথ্য

আগামী শুক্রবার থেকে কয়েকটি নির্দিষ্ট আন্তর্জাতিক রুটে বিমান চালাবে এয়ার ইন্ডিয়া। ১৪ মে পর্যন্ত মিলবে সেই পরিষেবা।

নির্দিষ্ট শর্ত পূরণ করলে তবেই যাত্রীদের বিমানে ওঠার ছাড়পত্র দেওয়া হবে বলে জানিয়েছে জাতীয় উড়ান সংস্থা।

বুধবার এয়ার ইন্ডিয়ার তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, আগামী ৮ থেকে ১৪ মে পর্যন্ত ভারত থেকে লন্ডন, সিঙ্গাপুর ও আমেরিকার কয়েকটি নির্দিষ্ট গন্তব্যে যেতে ইচ্ছুক যাত্রীদের জন্য বুকিং শুরু হয়েছে।

তবে বিমানে টিকিট কাটার জন্য একগুচ্ছ শর্তাবলী পূরণ করতে হবে। জাতীয় উড়ান সংস্থা জানিয়েছে,
শর্ত গুলি হল :
✓ যে গন্তব্যে বিমান যাবে, যাত্রীদের সেই দেশের নাগরিক হতে হবে বা গ্রিন কার্ড / ওআইরসি কার্ড থাকতে হবে।
✓ বিমান ভাড়া এবং গন্তব্য দেশে কোয়ারেন্টাইনে থাকার খরচ সংশ্লিষ্ট যাত্রীকে দিতে হবে।
✓ বিমানে ওঠার আগে যাত্রীদের থার্মাল স্ক্রিনিং হবে।
✓ শুধুমাত্র উপসর্গহীন যাত্রীদের বিমানে উঠতে দেওয়া হবে এবং নিজ দায়িত্বে তাঁরা যাত্রা করবেন।
✓ প্রয়োজনীয় শর্ত পূরণ না হলে বিমান টিকিট বাতিল করে দেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

বিস্তারিত জানার জন্য http://airindia.in-তে এয়ার ইন্ডিয়ার প্রতিনিধির সঙ্গে লাইভ চ্যাট করার আর্জি জানানো হয়েছে।
দেওয়া হয়েছে কাস্টমার কেয়ার নম্বর।
সেই নম্বরগুলি হল –
✓ ০১২৪-২৬৪১৪০৭ /০২০-২৬২৩১৪০৭/১৮৬০ ২৩৩ ১৪০৭।