25/09/2020

লকডাউনের ভবিষ্যৎ কী, জবাব খুঁজতে সোমবার বিকেলে প্রধানমন্ত্রী ডাকলেন বৈঠক

লকডাউনের ভবিষ্যৎ কী, জবাব খুঁজতে সোমবার বিকেলে প্রধানমন্ত্রী ডাকলেন বৈঠক

১৭ মে’র পর লকডাউনের ভবিষ্যৎ কী? এই প্রশ্নের জবাব খুঁজতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী।

পিএমও সূত্রে খবর, সোমবার, ১১ মে বিকেল ৩টে নাগাদ এই বৈঠক ডাকা হয়েছে। প্রতিবারের মতো এবারেও ভিডিও কনফারন্সের মাধ্যমে আয়োজিত হবে বৈঠক।

জানা গিয়েছে, রবিবার সকালে ক্যাবিনেট সচিব রাজীব গৌবা, অঙ্গরাজ্যের স্বাস্থ্য সচিব-সহ মুখ্যসচিবদের সঙ্গে বৈঠক করেছেন।

সেই বৈঠকে ছিলেন কেন্দ্র শাসিত অঞ্চলের প্রশাসনিক কর্তারা। কেন্দ্রীয় সূত্রে খবর, ক্যাবিনেট সচিবের সঙ্গে বৈঠকে রেড, অরেঞ্জ, গ্রিন জোন চিহ্নিত নিয়ে আপত্তি তোলা হয়েছে।

তাঁদের যুক্তি, “পরিযায়ী নাগরিকরা রাজ্যে ফেরায় যেভাবে সংক্রমণ মাত্রা বাড়ছে, তাতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে সব জেলাই রেড জোনের আওতাভুক্ত হবে।”

সোমবারের বৈঠকে মোদী ছাড়াও হাজির থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন-সহ উচ্চপদস্থ আধিকারিকরা।

রাজ্যগুলির তরফে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব এবং ডিজিপিকে বৈঠকে যোগ দেওয়ার আর্জি জানানো হয়েছে।