31/08/2020

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল শবং এর বাসিন্দা শহিদ শ্যামল কুমার দের

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল শবং এর বাসিন্দা শহিদ শ্যামল কুমার দের

শুক্রবার দক্ষিণ কাশ্মীরের ত্রালে জঙ্গিদের সঙ্গে গুলিবিনিময়ে শহিদ হন সবংয়ের সিংপুরের ২৮ বছরের যুবক শ্যামল কুমার দে। শনিবার রাতে বিশেষ বিমানে কলকাতায় পৌঁছয় তাঁর দেহ। রাতে দেহ নিয়ে যাওয়া হয় মেদিনীপুরে। ভোরে সেখান থেকে গ্রামে দেহ নিয়ে যান সিআরপিএফের জওয়ান ও আধিকারিকরা।

অবশেষে কফিনবন্দি হয়ে ২৮ বছরের যুবক শ্যামল কুমার দে । রবিবার সকালে পশ্চিম মেদিনীপুরের সবংয়ে পৌঁছয় কাশ্মীরের ত্রালে জঙ্গি নিধনে শহিদ সিআরপিএফ জওয়ান শ্যামল কুমার দে-র দেহ।

এদিন শহিদকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন সিআরপিএফের ডিজি প্রদীপ কুমার সিং। ছিলেন এলাকার প্রবীণ রাজনৈতিক নেতা তথা রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়া, সাংসদ দীপক অধিকারী।

এদিন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গানস্যালুটের মাধ্যমে শহিদকে শেষ শ্রদ্ধা জানায় বাহিনী। নিজের গ্রাম সিংপুরে শেষকৃত্য সম্পন্ন হয় শহিদের। গ্রামের স্কুলের মাঠে শহিদকে শেষবার দেখতে হাজির হন হাজার হাজার মানুষ। রাজ্য পুলিশের তরফে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় এলাকায়।