29/09/2020

কেন্দ্রের লকডাউন শিথিলতায় সোমবার থেকে গ্রিন-অরেঞ্জ জোনে খুলবে সেলুন

কেন্দ্রের লকডাউন শিথিলতায় সোমবার থেকে গ্রিন-অরেঞ্জ জোনে খুলবে সেলুন

আগামী ৪ মে থেকে কমলা (অরেঞ্জ) ও সবুজ (গ্রিন) জোনে সেলুন খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে লাল জোনে তা বন্ধ থাকবে। শনিবার একথা জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

দেশে লকডাউনের মেয়াদ বৃদ্ধি নিয়ে শুক্রবার সন্ধ্যায় নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। সেখানে জানানো হয়েছে, আগামী সোমবার থেকে শর্তসাপেক্ষে কমলা ও সবুজ জোনে বিভিন্ন ক্ষেত্রে লকডাউন শিথিল করা হবে। তবে সেলুন খোলা যাবে কিনা, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

শনিবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী সোমবার থেকে কমলা ও সবুজ জোনে সেলুন খোলা রাখা যাবে।

পাশাপাশি, সেই এলাকাগুলিতে সবরকমের পণ্য ডেলিভারি দিতে পারবে ই-কমার্স সংস্থাগুলি। অর্থাৎ রবিবার পর্যন্ত দেশের সর্বত্র ই-কমার্স সংস্থাগুলি শুধুমাত্র অত্যাবশ্য়কীয় পণ্যের ডেলিভারি দিতে পারবে।

সোমবার থেকে সবুজ ও কমলা জোনে অত্যাবশ্যকীয়, অনাবশ্যকীয় – সমস্ত পণ্যের ডেলিভারি দেওয়া যাবে।

তবে লাল জোনে সেরকম কোনও শিথিলতার পথে হাঁটেনি স্বরাষ্ট্র মন্ত্রক। বরং আগের মতো সেখানে সেলুন বন্ধ রাখতে হবে।

অনলাইনেও শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যের অর্ডার দিতে পারবেন সেখানকার বাসিন্দারা।