29/10/2020

লকডাউন 4.0 তে ১২ টি রাজ্যের ৩০ টি পুর এলাকা সর্বোচ্চ কড়াকড়ি থাকবে বাংলায় ২ টি

লকডাউন 4.0 তে ১২ টি রাজ্যের ৩০ টি পুর এলাকা সর্বোচ্চ কড়াকড়ি থাকবে বাংলায় ২ টি

কলকাতা, দিল্লি, মুম্বাই-সহ দেশের ৩০ টি পুর এলাকায় ৮০ শতাংশ করোনা ভাইরাস আক্রান্তের হদিশ মিলেছে। সেজন্য চতুর্থ দফার লকডাউনে সেই জায়গাগুলিতে সবথেকে বেশি বিধিনিষেধ জারির পরামর্শ দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
lockdown 4.0 red Zone in India
গত ২৪ মার্চ মধ্যরাত থেকে দেশে যে লকডাউন শুরু হয়েছে, তার তৃতীয় দফা শেষ হচ্ছে রবিবার মধ্যরাতে। ইতিমধ্যে লকডাউন বাড়ানোর ঘোষণা করা হলেও দিনসংখ্যা নিয়ে কেন্দ্রের তরফে কোনও উচ্চবাচ্য করা হয়নি। তৃতীয় দফার লকডাউনের শেষদিনই বিভিন্ন নিয়মকানুন, বিধিনিষেধের সংক্রান্ত বিষয় বিস্তারিত জানানো হবে।

নির্দিষ্ট কয়েকটি এলাকায় বাড়তি বিধিনিষেধ-সহ অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোই লক্ষ্যই হতে চলেছে কেন্দ্রের।

দেশের যে জেলাগুলিতে করোনা আক্রান্তের হদিশ মেলেনি (গ্রিন জোনভুক্ত জেলা), সেই জেলাগুলিতে তৃতীয় দফার লকডাউনে বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করা হয়েছে।

প্রাথমিকভাবে খবর, ১২ টি রাজ্যের ৩০ টি পুর এলাকায় সবথেকে বেশি বিধিনিষেধ লাগু থাকবে। সেই চিহ্নিত পুর এলাকার মধ্যে ১৩ টি রয়েছে মহারাষ্ট্র ও তামিলনাড়ুতে। গুজরাত ও রাজস্থানে রয়েছে তিনটি করে পুর এলাকা এবং পশ্চিমবঙ্গে রয়েছে দুটি পুরনিগম এলাকা।

করোনা হটস্পট অর্থাৎ ৩০ টি পুর এলাকার নাম দেখে নিন এক নজরে :

✓ মহারাষ্ট্র : বৃহন্মুম্বই, থানে, পুণে, সোলাপুর, নাসিক, ঔরঙ্গাবাদ এবং পালঘর।
✓ তামিলনাড়ু : গ্রেটার চেন্নাই, তিরুভাল্লুর, কুদ্দালোর, চেঙ্গালপাট্টু, আরিয়ালুর এবং ভিল্লুপুরম।
✓ গুজরাত : আমদাবাদ. সুরাত এবং ভদোদরা।
✓ রাজস্থান : জয়পুর, যোধপুর এবং উদয়পুর।
✓ পঞ্জাব : অমৃতসর।
✓ ওড়িশা : বরহমপুর।
✓ দিল্লি।
✓ মধ্যপ্রদেশ : ইন্দোর এবং ভোপাল।
✓ উত্তরপ্রদেশ : আগ্রা এবং মীরাট।
✓ তেলাঙ্গানা : গ্রেটার হায়দরাবাদ।
✓ অন্ধ্রপ্রদেশ : কুর্নুল।
✓ পশ্চিমবঙ্গ : কলকাতা এবং হাওড়া।