25/09/2020

বিশ্ব মন্দার বাজারে টাটা আম্বানিরা যা করতে পারেননি, তা পারলেন রাধাকৃষ্ণন

বিশ্ব মন্দার বাজারে টাটা আম্বানিরা যা করতে পারেননি, তা পারলেন রাধাকৃষ্ণন

লকডাউনের বাজারে সবাই মাল কেনার হিড়িকের জেরেই লাভবান হয়েছেন রাধাকৃষ্ণন দামানি।

জনপ্রিয় ডি-মার্ট চেনের প্রতিষ্ঠাতা রাধাকৃষ্ণন দামানির ধন-সম্পত্তির মূল্য এবছর ১১ শতাংশ বেড়ে ১০.৭ বিলিয়ন ডলার হয়েছে। ব্লুমবার্গের হিসাব অনুযায়ী ১২জন ধনীতম ভারতীয়ের মধ্য এবছর সবচেয়ে টাকা বেড়েছে দামানির। অ্যাভিনিউ সুপার মার্কেট এর শেয়ার বেড়েছে ২৪ শতাংশ।
মুম্বইয়ের একটি ঘরের বাড়িতে বড় হয়ে ওঠা দামানির।সেখান থেকে তৈরী করেছেন এতবড় ব্যবসা। তাঁর সুপারমার্কেট চেইনে সস্তায় জিনিস পাওয়া যায়, এটাই নীতি। কতদিন লকডাউন চলবে, মাল যথেষ্ট মজুত আছে কিনা, এই নিয়ে আমআদমি উদ্বিগ্ন হওয়ায় ঢালাও বিক্রি হয়েছে ডি-মার্টে।

ডি-মার্টের হোল্ডিং সংস্থার শেয়ারের দাম বাড়লেও বিগ বাজারের হোল্ডিং সংস্থা ফিউচার গ্রুপের শেয়ারের দাম কমেছে ৮০ শতাংশ। যতদিন সাপ্লাই চেইন অটুট থাকবে, ডি মার্টের ব্যবসায় সমস্যা হবে না বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

Leave a Reply