20/09/2020

শর্ত সাপেক্ষে দুই মাস বাদে চালু বিমান পরিষেবা বাদ থাকল পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও অন্ধ্রপ্রদেশ

শর্ত সাপেক্ষে দুই মাস বাদে চালু বিমান পরিষেবা বাদ থাকল পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও অন্ধ্রপ্রদেশ

শর্ত সাপেক্ষে দুই মাস বাদে চালু হল ঘরোয়া বিমান পরিষেবা। করোনার জেরে মার্চের ২৫ তারিখ বন্ধ হয়েছিল পরিষেবা। একগুচ্ছ নয়া নিয়ম নিয়ে অবশেষে ২৫ মে চালু হল পরিষেবা। তবে এখনি বিমান উড়বে না পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও অন্ধ্রপ্রদেশ।
flight Resume not resume in West Bengal
গতকাল সব বিমানসংস্থা ও রাজ্যদের নিয়ে বৈঠক করেন অসামরিক বিমান পরিবহণমন্ত্রী হরদীপ পুরী। তারপরে টুইটারে তিনি বলেন অনেক মধ্যস্থতার পর রাজি হয়েছে রাজ্যগুলি।

সোমবার থেকে চলবে বিমান। বিমান পরিষেবা চালু করা নিয়ে মূলত আপত্তি ছিল করোনা হাব মহারাষ্ট্র, আমফান বিধ্বস্ত বাংলা ও অন্ধ্রের। অনেক বোঝানোর পর ২৫ জোড়া বিমান মুম্বই থেকে চলাচল করতে দিতে রাজি হয়েছে । অন্ধ্র তে আগামিকাল শুরু বিমান পরিষেবা।

✓ পশ্চিমবঙ্গে ২৮ তারিখ থেকে শুরু হবে কলকাতা ও বাগডোগরা থেকে। ত্রিপুরা জানিয়েছে যেহেতু তাদের সব বিমানই কলকাতার সঙ্গে যুক্ত, তাই সেখানে না শুরু হওয়ায় তারাও পরিষেবা দিতে পারবে না।

✓ কেন্দ্র একটি কোয়ারেন্টাইন নীতি রাখলেও বিভিন্ন রাজ্য তাদের নিজেদের নীতি আলাদা করেছে, যেই নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

✓ যেমন কর্নাটকে গেলেই আপনাকে ১৪দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। তেমন কোনও নিয়ম নেই দিল্লিতে।

✓ এদিন রাজধানীতে প্রথম ফ্লাইট শুরু হয় সকাল ৪.৪৫-এ পুনের উদ্দেশে।