01/10/2020

মদের দোকান খুলতেই ৪০ কোটি টাকা রাজস্ব আদায় হল রাজ্যের

মদের দোকান খুলতেই ৪০ কোটি টাকা রাজস্ব আদায় হল রাজ্যের

লকডাউনের জেরে প্রায় দেড় মাস পর মদের দোকান খুলেই এক দিনে ৪০ কোটি টাকা রাজস্ব আদায় করল রাজ্য সরকার। মঙ্গলবার পশ্চিমবঙ্গের আবগারি দফতর সূত্রে এই খবর মিলেছে।

লকডাউনে যাবতীয় শিল্প বন্ধ থাকায় রাজ্যের কর আদায় প্রায় শূন্যে পৌঁছেছিল।

টানা ৪০ দিন বন্ধ থাকার পর কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র পেয়ে সোমবার খোলে রাজ্যের মদের দোকানগুলি। আর তার জেরে তৈরি হয় চরম বিশৃঙ্খলা।

আরও পড়ুন বিকালে মদের দোকানে বাজারের ব্যাগ হাতে লাইনে উর্দিধারী পুলিশকর্মী!

প্রায় সর্বত্র মদের দোকানের সামনে ভিড় করেন শয়ে শয়ে মানুষ। সোশ্যাল ডিসট্যান্সিংয়ের বালাই না রেখে ঝাঁপিয়ে পড়েন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রীর বাড়ির পাড়ায় লাঠি পর্যন্ত চালাতে হয়েছে পুলিশকে। মদের দাম বাড়লেও পরোয়া নেই ক্রেতাদের।

লকডাউনের মধ্যেই পশ্চিমবঙ্গে মদের ওপর আবগারি শুল্ক প্রায় ৩০ শতাংশ বাড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যার জেরে এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে বিভিন্ন মদের দাম।
আরও পড়ুন ডাউন উঠলেই বাড়বে ৩০ শতাংশ মদের দাম