28/10/2020

আমফানে রেয়াত পেলনা বট্যানিকালের ২৭০ বছরের পুরানো ঐতিহাসিক বট

আমফানে রেয়াত পেলনা বট্যানিকালের ২৭০ বছরের পুরানো ঐতিহাসিক বট

বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফানে রেহাই পায়নি হাওড়ার শিবপুর বটানিক্যাল গার্ডেনের ২৭০ বছরের প্রাচীন বটগাছ। বিখ্যাত মহাদ্রুমের বেশ কিছু পুরনো ঝুরি তছনছ হয়েছে সুপার সাইক্লোনের দাপটে।
howrah botanical garden destroy in amphan
অতীতেও ঝঞ্ঝার দাপট পোহাতে হয়েছে সুপ্রাচীন বটবৃক্ষটিকে। ১৮৬৪ ও ১৮৬৭ সালের দুটি সাইক্লোনে ৪.৬৭ একর জুড়ে দাঁড়িয়ে থাকা গাছের মূল গুঁড়িটি সাংঘাতিক ক্ষতিগ্রস্ত হয় যার জেরে ১৯২৫ সালে সেটি কেটে বাদ দেওয়া হয়।

শুক্রবার উদ্যান পরিদর্শন করার পরেশীর্ষস্থানীয় উদ্ভিদবিজ্ঞানী বসন্ত কুমার সিংয়ের মতে, এর জেরে উদ্যানের প্রধান আকর্ষণ এই বটগাছের পরিচিতি নষ্ট হয়েছে।

শুধুমাত্র ২৭৩ একর জুড়ে দাঁড়িয়ে থাকা বটানিক্যাল উদ্যানের এই প্রপিতামহই নয়, আমফানের দাপটে এখানকার ১৫,০০০ গাছের মধ্যে একহাজারেরও বেশি নষ্ট হয়েছে। বসন্ত কুমার সিং জানিয়েছেন, শতক পার হওয়া কল্পবৃক্ষ (বাওবাব গাছ) এবং বিচিত্র ম্যাড ট্রি-ও সাইক্লোনের তাণ্ডবে শিকড় সমেত উপড়ে গিয়েছে।