23/10/2020

টুইটারে নাম পরিবর্তন করে রাতারাতি ভাইরাল হল জনপ্রিয় পেমেন্ট অ্যাপ Paytm

টুইটারে নাম পরিবর্তন করে রাতারাতি ভাইরাল হল জনপ্রিয় পেমেন্ট অ্যাপ Paytm

সোশ্যাল মিডিয়া তে ভাইরাল হয়েছে ‘আমরা সবাই বিনোদ’ এই মিমটি। চটজলদি শেয়ার হচ্ছে এই বিনোদ নাম নিয়ে নানা মজার মিম। আর এর উল্লেখ করেই Paytm-কে ট্যাগ করে নাম পালটে বিনোদ লিখতে অনুরোধ করেছিল গব্বর নামের আরও এক জনপ্রিয় টুইটার হ্যান্ডল। তা শুনেই দ্রুতই নাম পালটে বিনোদ করে দেয় Paytm এর টুইটার হ্যান্ডল।

টুইটারে নাম পরিবর্তন করে রাতারাতি ভাইরাল হল জনপ্রিয় পেমেন্ট অ্যাপ Paytm
Image screenshot by Twitter

নতুন মিমের জন্ম হয়েছে ইউটিউবের জনপ্রিয় চ্যানেল স্লেভি পয়েন্ট (Slavy Point) থেকে । ওই চ্যানেলের এক এপিসোডে ভিডিয়োর নীচে যে যে মজাদার কমেন্ট থাকে, তা নিয়ে আলোচনা করেছিলেন দুই সঞ্চালক।

সেই ভিডিয়োটি অত্যন্ত ভাইরাল হয়। সেখানেই বিনোদ থারু নামের এক ব্যক্তি কমেন্ট করেছিলেন, ‘বিনোদ।’ অর্থাৎ, শুধু নিজের নাম। সঞ্চালকদের ব্যাখ্যা ছিল, প্রত্যেকের মধ্যেই এই বিনোদ থাকে। এটি মিম হতে সময় লাগেনি। মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

গতকাল থেকে ভাইরাল বিনোদ-মিম নিয়েই পোস্ট করেছিল টুইটারে অত্যন্ত জনপ্রিয় গব্বর অ্যাকাউন্টটি । সেখানেই Paytm-কে ট্যাগ করে নাম পালটে বিনোদ রাখতে অনুরোধ করে ওই অ্যাকাউন্টটি। তখনই নিজেদের টুইটারের নাম পালটে দিয়েছে Paytm ।