28/10/2020

পড়ল না কেন্দ্র-রাজ্য সংঘাতের আঁচ, পুষ্পবৃষ্টি রাজ্যের ২ করোনা হাসপাতালে

পড়ল না কেন্দ্র-রাজ্য সংঘাতের আঁচ, পুষ্পবৃষ্টি রাজ্যের ২ করোনা হাসপাতালে

নবান্ন অনুমতি দেয়নি বলে জল্পনা ছড়িয়েছিল। তবে রাতের দিকেই স্পষ্ট হয়ে গিয়েছিল, রাজ্যের দুটি করোনাভাইরাস হাসপাতালে পুষ্পবৃষ্টি হবে।

সেইমতো করোনা যোদ্ধাদের সম্মান জানিয়ে কলকাতার দুটি হাসপাতালে পুষ্পবৃষ্টি করল ভারতীয় বায়ুসেনা।

রবিবার সকালে ঘড়ির কাঁটা ১০টা ছোঁয়ার কিছুটা আগে রাজারহাটের আকাশে বায়ুসেনার কপ্টার বারদুয়েক চক্কর কাটে।

তারপর চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানস্যার ইনস্টিটিউটের উপর দিয়ে উড়ে যায় কপ্টারটি। হাসপাতালের উপরে ছড়ানো হয় ফুলের পাপড়ি। হাসপাতালের ছাদে বা রাস্তায় খুব বেশি সংখ্যক চিকিৎসক ছিলেন না।

তবে হাসপাতালের সামনের রাস্তায় ফুলের পাপড়ি ভরে যায়। তার কিছুক্ষণ পর ১০টা ১৫ মিনিট নাগাদ আলিপুর কম্যান্ড হাসপাতালের উপর দিয়ে উড়ে যায় বায়ুসেনার কপ্টারটি। সেই হাসপাতালের উপরেও পুষ্পৃবৃষ্টি করা হয়।