24/09/2020

ট্রাম্পের চাপের মুখে ভারত রাজি হল হাইড্রোক্সিক্লোরোকুইন পাঠাতে

ট্রাম্পের চাপের মুখে ভারত রাজি হল হাইড্রোক্সিক্লোরোকুইন পাঠাতে

রীতিমতো হুমকির সুরে হাইড্রক্সিক্লোরোকুইন চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছিলেন, ম্যালেরিয়ার এই ওষুধ রফতানিতে রাজি না হলে ভারতকে বিপদে পড়তে হবে।

মার্কিন চাপের মুখে কার্যত অবস্থান বদলাল কেন্দ্র। ওষুধ রফতানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল। মানবিক কারণে দুর্গত দেশগুলিতে হাইড্রোক্সিক্লোরোকুইন পাঠানো হবে, কেন্দ্রের তরফে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২৫ মার্চ হাইড্রক্সিক্লোরোকুইন রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করে ভারত৷ নিষেধাজ্ঞা জারি করা হয় অন্য অনেক ওষুধ জাতীয় পণ্য যেমন প্যারাসিটামল, ভিটামিন বি, টিনিডাজোল (অ্যান্টিবায়োটিক) রফতানিতেও।

এ দিন বিদেশমন্ত্রকের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই অতিমারীর সময়ে সৌহার্দ্য বজায় রাখত ভারত করোনা আক্রান্ত দেশগুলিকে প্রয়োজনীয়তার নিরিখে হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহ করবে।

ভারতের পক্ষ থেকে এটাও জানানো হয়েছে ভেন্টিলেটার বা অন্যান্য মেডিক্যাল সরঞ্জাম সরবরাহে নিষেধাজ্ঞা বহাল থাকবে ।

Leave a Reply