25/09/2020

প্রতিশ্রুতি মতো ভারত থেকে প্লেন ভর্তি Hydroxychloroquine গেল মার্কিন যুক্তরাষ্ট্রে

প্রতিশ্রুতি মতো ভারত থেকে প্লেন ভর্তি Hydroxychloroquine গেল মার্কিন যুক্তরাষ্ট্রে

করোনা মহামারীতে বেহাল মার্কিন যুক্তরাষ্ট্র। আক্রান্ত ৫.২৯ লক্ষ মানুষ। মৃতের সংখ্যায় ইতালিকে ছা়ড়িয়ে গিয়েছে দেশ। এর মধ্যেই অনেকটা স্বস্তি দিয়ে এক প্লেন hydroxychloroquine পৌঁছাল মার্কিন যুক্তরাষ্ট্র। বন্ধু ভারতের পাঠানো এই ওষুধ দিয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে নতুন উদ্যমে মাঠে নামতে চায় ডোনাল্ড ট্রাম্পের দেশ।

আমেরিকায় ভারতীয় দূত তরণজিত সিং সান্ধু টুইট করেন যে নেয়ার্ক বিমানবন্দরে এসেছে এই টন টন ওষুধ।

মূলত ম্যালেরিয়ার বিরুদ্ধে ব্যবহৃত হয় hydroxychloroquine. কিন্তু করোনার বিরুদ্ধে চিকিৎসায় কিছুটা লাভ পাওয়া গিয়েছে এই ওষুধ ব্যবহারে। শুধু আমেরিকা নয়, সারা বিশ্বে কুড়িটির বেশি দেশে এই ওষুধ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

Leave a Reply