26/09/2020

ভারতের কোন ব্যাঙ্ক কার সাথে যুক্ত হলো দেখে নিন এক ঝলকে

10 bank to 4 Bank Marge in April 2020

কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী আগামী ১ লা এপ্রিল ২০২০ থেকে ১০ টি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক ৪ টি ব্যাঙ্ক হবে ।

 

ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে গত ৩০ অগস্ট দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কিং ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানান, ১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক মিশে গিয়ে চারটি ব্যাঙ্কে পরিণত হবে।

আসুন দেখে নেই কোন ব্যাঙ্ক কর সাথে যুক্ত হলো ।

✓ Union Bank + Corporation Bank + Andhra Bank ।

✓ Allahabad Bank + Indian Bank ।

✓ Canara Bank + Syndicate Bank ।

✓ Punjab National Bank + Oriental Bank of Commerce + United Bank of India

Leave a Reply