26/09/2020

করোনা মোকাবিলায় রেল-কে কাজে লাগানোর পরামর্শ দেন মোদীই, বললেন রেলমন্ত্রী

করোনা মোকাবিলায় রেল-কে কাজে লাগানোর পরামর্শ দেন মোদীই, বললেন রেলমন্ত্রী

জানা গিয়েছে, রেলওয়েকে কাজে লাগানোর বিষয়ে রেলমন্ত্রীকে চিন্তাভাবনা করার পরামর্শ দেন নরেন্দ্র মোদী ।
জানা গিয়েছে, এই আলোচনার মাধ্যমেই ট্রেনের কামরায় আইসোলেশন ওয়ার্ড চালু করার আইডিয়াটি ডানা মেলে। দেশের কোনও নির্দিষ্ট অংশে সংক্রমণের বাড়াবাড়ি ঘটলে সেখানে পৌঁছে যাবে এই চলমান আইসোলেশন ওয়ার্ডগুলি।
দেশের সাতশোর বেশি জেলায় ৭,৩০০ এর বেশি রেল স্টেশন রয়েছে। যে কোনও স্টেশন সেই জেলার সদর শহরের তুলনায় কাছাকাছি অবস্থিত । তাই জেলা হাসপাতালে পৌঁছোনার অনেক আগে রেলের তৈরি এই আইসোলেশন ওয়ার্ডে পৌঁছে যেতে পারবেন করোনা আক্রান্ত রোগী। চিকিৎসার সাহায্যে সেখানে তিনি সুস্থও হয়ে উঠবেন।
জানা গেছে প্রথম দফায় ৫,০০০ কামরাকে রূপান্তরিত করার কাজে নেমেছে রেল মন্ত্রক। সেই সূত্রে সারা দেশে ৮০,০০০ শয্যার আইসোলেশন ওয়ার্ড তৈরি হচ্ছে।

Leave a Reply