29/09/2020

করোনা—যুদ্ধে ঐক্যের ডাক ভারতের পাশে সুইজারল্যান্ড

করোনা—যুদ্ধে ঐক্যের ডাক ভারতের পাশে সুইজারল্যান্ড

ভারতের আকাশে এখন করোনার অন্ধকার । COVID- 19 এর সঙ্গে যুঝতে টানা লকডাউনের পথে হেঁটেছে দেশ। সমস্ত উৎপাদন বন্ধ থাকার ফলে দেশীয় অর্থনৈতিক পরিস্থিতি ধুঁকছে। আর এই ভয়ঙ্কর যুদ্ধের সময় ভারতের পাশে দাঁড়াল সুইজারল্যান্ড।

ভয়ঙ্কর এই লড়াইয়ে একা নেই ভারত, একথা মনে করিয়ে দিতে আল্পস (Swiss Alps) পর্বতমালার ম্যাটারহর্ন শৃঙ্গকে (Matterhorn Mountain) সাজানো হল ভারতের ত্রিবর্ণ পতাকায়।

করোনা ভাইরাস, আক্রমণ ছড়িয়েছে গোটা বিশ্বেই। দেড় লক্ষেরও বেশি মানুষের প্রাণ কেড়েছে করোনা। দুনিয়া জুড়ে প্রায় ২.২ মিলিয়ন মানুষ আক্রান্ত ওই মারণ ভাইরাসে। ছবির মতো সুইজারল্যান্ডেও এখন মৃত্যুর হাহাকার, স্বজন হারানোর কান্না। একই ভাবে করোনায় আক্রান্ত ভারতও। ঠিক এই সময়ে নিজেদের পর্বতশৃঙ্গকে ভারতীয় পতাকার রঙে সাজিয়ে যেন বন্ধুতার বার্তা দিল সুইসরা।


১৪,৬৯২ ফুট উচ্চতার ওই শৃঙ্গকে ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকার রঙে সাজানোর ছবিটি টুইটারে শেয়ার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি লেখেন, “বিশ্ব একসঙ্গে COVID- 19 এর বিরুদ্ধে লড়াই করছে। মানবতার জয়ের জন্যে অবশ্যই এই মহামারীর প্রকোপ কাটিয়ে উঠবে সবাই”।