25/09/2020

১৯ শে সেপ্টেম্বর থেকে IPL হবে সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) তে, ফাইনাল হবে ১০ নভেম্বরে

১৯ শে সেপ্টেম্বর থেকে IPL হবে সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) তে, ফাইনাল হবে ১০ নভেম্বরে

শেষ পর্যন্ত সিদ্ধান্ত হল আইপিএল হবে । রবিবার অর্থাৎ ২রা আগস্ট ভার্চুয়াল বৈঠকে সিদ্ধান্ত নিল আইপিএল গভর্নিং কাউন্সিল। এবছর মোট ৫৩ দিন ধরে চলবে টুর্নামেন্ট।১৯ শে সেপ্টেম্বর থেকে শুরু ও ফাইনাল হবে
১০ নভেম্বর । আইপিএলের প্লে-অফের সপ্তাহেই হবে মহিলাদের টুর্নামেন্ট।

এবছর আইপিএল মোট ৫৩ দিন ধরে চলবে । ১০টি ম্যাচ হবে দুপুরে। বাকি সব ম্যাচ হবে রাতে। প্রতিটি ম্যাচের সম্প্রচার ৩০ মিনিট করে এগিয়ে আনা হয়েছে। দুপুরের ম্যাচগুলি ভারতীয় সময় ৩.৩০ থেকে শুরু হবে। রাতের ম্যাচ শুরু হবে সাড়ে ৭টা থেকে।

আইপিএল এ এবছর ৮টি দল লড়াই করবে । ছেলেদের আইপিএলের পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহিতেই হবে মহিলাদের টি-২০ চ্যালেঞ্জার সিরিজ। এই টুর্নামেন্টে ৩টি টিম থাকবে।
১৯ শে সেপ্টেম্বর থেকে IPL হবে সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) তে, ফাইনাল হবে ১০ নভেম্বরে
আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হল চিনা সংস্থাগুলির সঙ্গে স্পনসরশিপ চুক্তি। বৈঠকের শেষে বিসিসিআই জানিয়েছে, আপাতত আইপিএলের সমস্ত স্পনসরের সঙ্গে বোর্ডের সম্পর্ক বজায় থাকছে অর্থাৎ আসন্ন মরশুমেও আইপিএলের টাইটেল স্পনসর থাকছে চাইনিজ মোবাইল কম্পানি ভিভো।

আইপিএলের টাইটেল স্পনসর করে চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভো । ২০১৮ সালে পাঁচ বছরের জন্য বিসিসিআইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয় তারা। বার্ষিক ৪৪০ কোটি টাকা হিসাবে পাঁচ বছরের জন্য মোট ২১৯৯ কোটি টাকার চুক্তি হয় ।

সব রকমের কোভিড প্রোটোকল মেনেই টুর্নামেন্টের আয়োজন করা হবে বলে জানিয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিল। আরব আমিরশাহিতে আইপিএল আয়োজনের জন্য আগামী এক সপ্তাহের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও বিদেশমন্ত্রকের ছাড়পত্র পাওয়া যাবে বলে আশাবাদী বিসিসিআই।