এবার Disney+ Hotstar VIP তে IPL দেখতে গেলে আলাদা প্ল্যান ধার্য করল Hotstar কর্তৃপক্ষ

সংযুক্ত আরব আমিরশাহীতে তে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে IPL ২০২০ । প্রথম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। ভারতে করোনার কারণে এবারের আইপিএল ২০২০ আয়োজন করা যায়নি। ফলে দেখতে হবে অনলাইনে বা টিভির পর্দায়।
আপনি যদি লাইভ ক্রিকেট ম্যাচ দেখার জন্য স্ট্রিমিং প্ল্যাটফর্ম Disney+ Hotstar ব্যবহার করেন তবে সম্প্রতি ডিজনি প্লাস হটস্টার তাদের প্ল্যাটফর্মে নতুন শর্ত যুক্ত করেছে। তারা জানিয়েছে, IPL ২০২০ দেখার জন্য বার্ষিক সাবস্ক্রিপশন নিতে হবে। অর্থাৎ আপনি একমাসের সাবস্ক্রিপশন নিয়ে লাইভ ক্রিকেট ম্যাচ দেখতে পাবেন না।
হটস্টারের তরফে জানানো হয়েছে, ৩৯৯ টাকার Disney+ Hotstar VIP এবং ১,৪৯৯ টাকার Premium প্ল্যান সাবস্ক্রাইবরা আইপিএল ম্যাচের লাইভ কভারেজ দেখতে পাবেন। এই দুটি প্ল্যানের বৈধতা ১২ মাস।
এছাড়াও Disney+ Hotstar জানিয়েছে, তারা Jio ও Airtel সাথেও হাত মিলিয়েছে। ফলে এই দুই টেলিকম কোম্পানির গ্রাহকরাও আইপিএল ম্যাচ লাইভ দেখতে পারবে। এই দুই টেলিকম কোম্পানি বেশ কয়েকটি প্ল্যান নিয়ে এসেছে, যেখানে ডিজনি প্লাস হটস্টার ভিআইপি সাবস্ক্রিপশন অফার দিচ্ছে ।
AIRTEL Plan for IPL 2020
JIO Plan for IPL 2020